Business

Games

ঋতুপর্ণা সেনগুপ্তকে হেনস্তা করাটাও নারী নির্জাতন

 সমাজ বদলের আগে নিজেকে বদলান। মনে দ্বেষ পুষে রেখে দেশ বদল হয় না

রাত তখন ১২টার মত বাজে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে শান্তিপূর্ণভাবে রাত দখল চলছে। অজস্র সাধারণ মানুষের ভিড়ে রয়েছেন বেশ কিছু রুপোলি পর্দার মানুষ। তাঁরা কেউ কোনও অসাধারণত্ব দাবি করেননি। রয়েছে একাধিক সংবাদমাধ্যম। এমন সময়ে শ্যামবাজারে পৌঁছন ঋতুপর্ণা সেনগুপ্ত। না, তাঁকে কেউ আমন্ত্রণ জানায়নি। তাঁর মনে হয়েছে আসবেন, এসেছিলেন। সম্প্রতি শঙ্খ বাজানোর ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ট্রোলিংয়ের শিকার হয়েছেন। সেই সব থেকে বের হয়েই এসেছিলেন, একজন সাধারণ মানুষ হিসেবে, একজন নারী হিসেবে। শ্যামবাজারেই আসতে চেয়েছিলেন। এই ধরণের জমায়েতে পুলিশের পক্ষে আলাদা করে কাউকে নিরাপত্তা দেওয়া সম্ভব না মাথায় রেখেই এসেছিলেন। কোনও নিরাপত্তা চাননিও। ওখানে উপস্থিত আমরা কয়েকজন নিজেরাই ওঁকে একটু ধাক্কাধাক্কি থেকে বাঁচিয়ে নিয়ে আসার চেষ্টা করেছি। আবার বলছি, তাঁর অনুরোধে নয়। নিজেরাই। এর পরের ঘটনাক্রম কিন্তু 'সাধারণ' নয়। শুনুন:

একটা জায়গায় মোমবাতি জ্বালানোর পরে একটু এগিয়ে ঋতুপর্ণা আরেকটি জায়গায় মোমবাতি জ্বালাতে গেলেন। হঠাৎ করেই এক দল মানুষ অধৈর্য হয়ে 'গো-ব্যাক' স্লোগান দিতে শুরু করলেন। শুরুতে ইতস্তত করেও স্লোগানের তীব্রতা বাড়তে দেখে সেখান থেকে চলে যাওয়ার প্রস্তুতি নেন ঋতুপর্ণা। ব্যাপারটা যদি এই পর্যন্ত হয়ে থেমে যেত, তাহলে কিচ্ছু বলার ছিল না। এই লেখার প্রয়োজনই হত না। কিন্তু, তার পরে কী ঘটল! গো-ব্যাক স্লোগান দিতে দিতে উত্তেজিত জনতা শ্রেণি যারা নাকি 'সুশীল নাগরিক সমাজ'-এর অংশ, তারা ঋতুপর্ণাকে শারীরিকভাবে নিগ্রহের চেষ্টা করতে থাকেন এবং মারমুখী হয়ে ওঠেন। ঘটনার আকস্মিকতায় ওইখানে উপস্থিত আমরা সবাই বেশ হকচকিয়ে যাই। উত্তেজিত জনতা স্লোগান দেওয়ার পরেও প্রথম যেখানে মোমবাতি জ্বালিয়েছিলেন সেইখানে এসে মাটিতে বসেন ঋতুদি। নিপাট উদ্দেশ্য ছিল, তাঁর শহরের মানুষ গুলোর সঙ্গে কিছুটা সময় কাটানো।
আমরা যথাসম্ভব চেষ্টা করে ঋতুদিকে ওই জায়গা থেকে ঠিকভাবে বার করে নিয়ে যেতে পারি। প্রত্যেকের নাম এখানে মেনশন করছি। আমার অনুজ সাংবাদিক রাকেশ Rex Naskar III, অভিনেতা ভ্রাতৃপ্রতিম Rishav Basu, Rishav-এর টিমের এক বোন, অভিনেত্রী Ratasree Dutta, শিল্প নির্দেশক Amit Chatterjee এবং ঋতুদির ব্যক্তিগত নিরাপত্তারক্ষী #Rahul Das. ঋতুদি বসে থাকাকালীন হঠাৎ আমাকে আর রাকেশকে পেছন থেকে ধাক্কা দেয় বেশ কয়েকজন। আমি প্রায় হুমড়ি খেয়ে পড়ি ওঁর ঘাড়ের কাছে গিয়ে। আমি যখন উঠতে যাই, মারমুখী জনতার মধ্যে থেকে দু-তিনজন কনুই দিয়ে ইচ্ছাকৃতভাবে বেশ কয়েকবার জোরে আঘাত করে আমার ডান দিকের চোয়ালে, যেটা এখনও রীতিমতো ফুলে আছে। রাতাশ্রী চোট পায়। স্থানীয় একজনের বাড়িতে নিয়ে গিয়ে প্রাথমিক সুশ্রুষা করতে হয়। সে এখনও ট্রমায়। রাকেশের পা মাড়িয়ে ইচ্ছাকৃতভাবে আটকে রাখার চেষ্টা করা হয়, ফলশ্রুতি তার যথেষ্ট শক্ত জুতোর একটা অংশ ছিঁড়ে বেরিয়ে যায়। কয়েকজন ইচ্ছাকৃতভাবে জলের বোতল দিয়ে বারবার সজোরে আঘাত করতে থাকেন আমার মাথার পেছনে। একজন রীতিমত পিছন থেকে টিপে ধরেন গলাও। রাহুল, ঋষভ, রাকেশ আর আমার পিঠে কত যে কিল, ঘুসি পড়েছে তার ইয়ত্তা নেই। উদ্দেশ্য ঋতুপর্ণা সেনগুপ্তকে আঘাত করা! এরপরে কোনও রকমে ঋতুপর্ণাকে নিয়ে গিয়ে বসানো হল গাড়িতে। এবার সেই জনতার একাংশ চড়াও হল গাড়ি ভাঙচুর করার উদ্দেশ্য নিয়ে। গাড়ির কাচে অনবরত আঘাত চলতে থাকে। কয়েকজন মহিলা এসে নিজেদের ব্যাগ এবং বিভিন্ন জিনিস দিয়ে গাড়ির কাচে আঘাত করতে থাকেন। গাড়ির মধ্যে ঢুকে পড়েও ঋতুপর্ণা তাদের বোঝাবার ব্যর্থ চেষ্টা করছেন যে তিনি সবার সঙ্গে একসাথে বিচারের দাবি জানাতে এসেছেন। কে শোনে কার কথা! স্লোগান এবং অসভ্যতা চলতে থাকল।
এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে অসামাজিকতার অবকাশ থেকেই যাচ্ছে এই সমাবেশ গুলোতে। কাল সেটারই পরিস্ফুরণ হল, আমার মনে হয়। প্রতিবাদের মোটিভ না বুঝেই প্রতিবাদে সামিল হওয়ার থেকে খারাপ আর কিছু হতে পারে না। নৈরাজ্যের প্রতিবাদ করতে পথে নেমে কখনও নৈরাজ্যকে হাতিয়ার করা চলে না। যারা পথে নামলেন নারীর সম্মান প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে, তারা একজন নারীকে হেনস্থা করবার আগে দু'বার ভাববেন না? এতে কলঙ্কিত হয় সমাবেশ, বিপ্লব। সমাজ বদলের আগে নিজেকে বদলান। মনে দ্বেষ পুষে রেখে দেশ বদল হয় না।
অনেকেই বলছেন, ঋতুপর্ণা আজকে এখানে এলেন কেন! আমি বলব, একদম ঠিক করেছেন। শ্যামবাজারে যেখানে সেই নারকীয় ঘটনা ঘটেছে, সেখানেই এক রাতে তিনি একজন সাধারণ মানুষ হিসেবে, মা হিসেবে এসেছেন নারীর মর্যাদার লড়াইয়ে সামিল হতে। হায় রে, আমার কলকাতার নাগরিক সমাজ তাঁকে সেই মর্যাদাটুকু দিতে পারল না।
ঋতুপর্ণা সেনগুপ্তর শাঁখ বাজানোর ঘটনা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করেছে, মানুষের ফেক মনে হয়েছে এবং সেই জন্য সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ট্রোল করা হয়েছে। কিন্তু তিনি সমাজের কোনও ক্ষতি করেননি তো! বরং ধর্নার নামে একাধিক রাজনৈতিক নেতা যারা বিভিন্ন মঞ্চে বসে থাকছেন তারা দস্তুর মত সমাজের ক্ষতি করে চলেছেন। সঠিক শত্রু চিনতে শিখুন। যে সব মানুষের উস্কানিতে এসব ঘটনা ঘটাচ্ছেন কিছু 'কোট আনকোট' সাধারণ মানুষ, তারা মনে রাখবেন একটা শ্রেণি কিন্তু দিনের শেষে নিজেদের রাজনৈতিক আখের গোছাতে ব্যস্ত।
ধর্ষকরা মিছিলে হেঁটে বেড়াচ্ছে, তাদের সঙ্গে সেলফিও তুলে ফেলছেন, ঠিক আছে। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে যে আচরণ করা হল সেটা অন্যায়, অসভ্যতা এবং অসাংবিধানিক। কারণ তিনি অপরাধী নন যে একজন নারী হিসেবে, একজন মানুষ হিসেবে তিনি বিচারের দাবিতে পথে নামতে পারবেন না। তথাকথিত রাজনৈতিক দলগুলোর একাধিক নেতার মত তিনি জেল খাটা আসামি নন, তিনি দিনের শেষে একজন শিল্পী।
ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি ওখান থেকে চলে যাওয়ার পর ফিরে আসার সময় মহিলাদের একটি দল রীতিমত আমাকে ঘিরে ধরে উত্তেজিত ভাবে প্রশ্ন করতে থাকেন কেন আমি ঋতুপর্ণাকে বাঁচাচ্ছিলাম! বিশ্বাস করুন, আশ্চর্য হয়ে গেছি আমি! আমি জানিনা তাদেরকে এই সাহস কে দিয়েছে একজনকে শারীরিক নিগ্রহ করতে চেষ্টা করার এবং নজিরবিহীন এই অসভ্যতা করার। তবে আবার বলছি, রাজনৈতিক মদত ছাড়া এই হুলিগানিজম্ সম্ভব নয়।
যাঁরা শুরু থেকে এই আন্দোলনকে বিপথগামী হওয়া থেকে বুক দিয়ে আগলেছেন, তাঁদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। Sudipta Chakraborty, Sharmistha Goswami Chatterjee, Debjani Laha Ghosh এবং আরও অনেকের কাছে আমার একটাই প্রশ্ন, কাদের নিয়ে পথে নামছি! বাঙালির জনজাগরণ দেখতে দেখতে আবেগে ভেসে কোনও ভুল হয়ে যাচ্ছে না তো? কোনও মদতপুষ্ট হাতে স্টিয়ারিং ধরিয়ে দেওয়া হচ্ছে না তো! কোনও ভুল কথা বলে থাকলে ক্ষমা করবেন।
Rituparna Sengupta দি, ক্ষমা চাইছি তোমার কাছেও।
নিজেদের ভাগে রইল, ছিঃ। এই ঘটনার তীব্র প্রতিবাদ যদি না হয় তবে বলতে বাধ্য হব যে আপনারা নারীর মর্যাদার লড়াই করছেন না, তিলোত্তমাকে নিয়ে রাজনীতি করছেন।
©️
অতনু রায়

ব্রিটানিয়া বিস্কুটকারাখানা বন্ধ , চাহিদা নেই একথা তো বলা যাচ্ছে না।

 দাদু খায়..... নাতি খায় ....


মনে পড়ে শৈশবে দেখা এই বিজ্ঞাপনের কথা?
থিন এরারুট নয় দোকানে গিয়ে বলতাম ব্রিটানিয়া বিস্কুট দাও তো ! জনপ্রিয় ঐ বিস্কুটের বিজ্ঞাপনের ট্যাগলাইন ছিল দাদু ও নাতি। তাঁরা হয়তো বেঁচে থাকবে, কিন্তু কলকাতার বুক থেকে হারিয়ে গেলো দেশের প্রথম আধুনিক বিস্কুট কারখানা।
শুরুটা 1892 সালে, কলকাতায় একদল ব্রিটিশ ব্যবসায়ী মাত্র 295 টাকা দিয়ে বিস্কুট তৈরি শুরু করেছিলেন । প্রথমদিকে মধ্য কলকাতার একটি ছোট বাড়িতে বিস্কুট তৈরি করা হত। সংস্থাটি পরে গুপ্ত ব্রাদার্স কিনে নেয় , যার প্রধান ছিলেন নলিন চন্দ্র গুপ্ত । তিনি ভিএস ব্রাদার্স নাম দিয়ে উদ্যোগটি শুরু করেছিলেন । 1910 সালে এদেশে প্রথম ঐ কোম্পানি মেশিন দিয়ে বিস্কুট তৈরি শুরু করে ।
1918 সালে, কলকাতায় বসবাসকারী একজন ইংরেজ ব্যবসায়ী সিএইচ হোমস এতে অংশীদার হিসেবে যোগ দেন। কোম্পানির নাম হয় ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড। মুম্বই কারখানাটি 1924 সালে স্থাপিত হয়েছিল এবং লন্ডনের পিক ফ্রান্স নামে একটি বিস্কুট কোম্পানি বিবিসিও-তে নিয়ন্ত্রণকারী অংশ কিনে নেয়। এর পরেই ব্রিটানিয়া বিস্কুট জনপ্রিয় হতে শুরু করে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় , ব্রিটানিয়া মিত্রশক্তির সৈন্যদের সরবরাহের জন্য সেই সময়ের সবচেয়ে বড় অর্ডার পেয়েছিল । সেই অর্ডার কোম্পানির বার্ষিক বিক্রয়কে 8 শতাংশ বাড়িয়ে 1.36 কোটিতে পৌঁছে দেয়।
1979 সালে কোম্পানির নাম ব্রিটানিয়া বিস্কুট কোম্পানি লিমিটেড থেকে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড করা হয় । 1982 সালে , একটি আমেরিকান কোম্পানী, Nebisco Brands Inc. পিক ফ্রান্সিসের কাছ থেকে একটি অংশ কিনে নেয় এবং ব্রিটানিয়ায় সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার হয়ে ওঠে । আর 1983 সালে , কোম্পানির বিক্রয় 100 কোটি ছুঁয়ে ফেলে। 1989 সালে ব্রিটানিয়া তার হেড অফিস কলকাতা থেকে ব্যাঙ্গালোরে সরিয়ে নেয়।
ব্রিটানিয়ার বর্তমান চেয়ারম্যান হলেন মহম্মদ আলী জিন্নাহর নাতি নাসলি ওয়াদিয়া, বম্বে ডাইং এর মালিক এবং এমডি বরুণ বেরি। নাসলি ওয়াদিয়ার ছেলে নেস ওয়াদিয়া হলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর। এছাড়া প্রাক্তন RBI গভর্নর উর্জিত প্যাটেল কোম্পানির একজন নন-এক্সিকিউটিভ স্বাধীন পরিচালক। কোম্পানির পরিচালনা নিয়ে ওয়াদিয়াদের সাথে সিঙ্গাপুরের ব্যবসায়ী বিস্কুট কিং রাজন পিল্লাইয়ের ভয়ঙ্কর বোর্ডরুম লড়াইয়ের সাক্ষী নব্বইয়ের দশক। রহস্যজনক ভাবে তিহার জেলে পিল্লাইয়ের মৃত্যু ইতি টানে সেই যুদ্ধের।‌🛑
উত্তর আমেরিকা , ইউরোপ , আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় 60 টিরও বেশি দেশে রপ্তানি করা হয় ব্রিটানিয়ার পণ্য। ভারতে রয়েছে তাদের 50 লাখেরও বেশি খুচরা আউটলেট । সংগঠিত রুটির বাজারে ব্রিটানিয়া ব্রেড আজ সবচেয়ে বড় ব্র্যান্ড। সুতরাং চাহিদা নেই একথা তো বলা যাচ্ছে না। এতোদিন ব্রিটানিয়ার ভারতে ১৩টি কারখানা ছিলো । তাহলে অশুভ বলেই কি বন্ধ করে দেয়া হলো বছরে আড়াই হাজার টন বিস্কুট উৎপাদনকারী কলকাতার প্রথম কারাখানাটি....? কে দেবে জবাব!
কলমে 🖌️ স্বপন সেন 🌲

নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস কারা করেছে?

 নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংসের সত্যতা:




বঙ্গবিজেতা বখতিয়ার খিলজি মাত্র ১৭ জন অশ্বারোহী নিয়ে বঙ্গবিজয় করেছিলেন ১২০৪ খ্রিস্টাব্দে ।
তখন বাংলায় সেন বংশের শাসক লক্ষ্মণ সেনের রাজত্বকাল। সেন বংশের শাসন নিম্নবর্ণের হিন্দু ও বৌদ্ধদের জন্য মোটেও সুখকর ছিলোনা । এরকমই পরিস্থিতিতে বখতিয়ার খিলজির আক্রমণ ঘটে আর লক্ষ্মণ সেন পালিয়ে যান। পরে এই আক্রমণের উপরেই ভিত্তি করে বহু ঐতিহাসিক মন মতো করে বখতিয়ার খিলজির উপর বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছেন । তার মধ্যে মূল অভিযোগ হলো নালন্দা ধ্বংস।
যাইহোক বখতিয়ার খিলজির উপর বড়োজোর উদন্তপুরী আক্রমণের অভিযোগ চাপানো যায়, যেটা নালন্দা থেকে ১০ কিলোমিটার দূটে মগধে অবস্থিত । তার বেশি কিছু না। যদিও এই উদন্তপুরী আক্রমণ হয়েছিল ভুল তথ্যের কারণে । বখতিয়ার খিলজি উদন্তপুরীকে সেনা শিবির ভেবে আক্রমণ করেছিলেন।
তবে মজাদার বিষয় হলো বখতিয়ারকে উদন্তপুরী আক্রমণ করতে আমন্ত্রণ জানিয়েছিলো স্থানীয়রা । পণ্ডিত কুলাচার্য জ্ঞানানশ্রী তাঁর ‘ ভাদ্র কল্পদ্রুম’ এ লিখেন
❝ বৌদ্ধ ভিক্ষু ও পণ্ডিতদের মধ্যে কলহ ও বিবাদ চলছিলো, তা এমনই তীব্র ছিলো যে তাদের এক পক্ষ তুর্কি আক্রমণকারীদেরকে তাদের ওখানে আক্রমণ চালাতে প্রতিনিধি পাঠায়।❞ [১]
এমনকি বখতিয়ার খিলজির হয়ে অনেক বৌদ্ধ ভিক্ষু নদীয়া আক্রমণের সময় গুপ্তচরবৃত্তিও করেছিল ।
যাইহোক ঐতিহাসিক মিনহাজের বিবরণে জানা যায় উদন্তপুরী একটা শিক্ষাপীঠ ছিলো।আর বখতিয়ার সেটা জানতেন না।
তবে আরো কথা আছে। এই মিনহাজের বিবরণটাও সন্দেহজনক। ড. দীনেশচন্দ্র সেনের মতে উদন্তপুরী বৌদ্ধবিহার ধ্বংস হয় ১১৯৩ সালে,অন্যান্য গনেষকদের মতে ১১৯১-৯৩ এর মধ্যে। আর বখতিয়ার খিলজি আক্রমণ ঘটে ১২০৪ সালে। আর এই মিনহাজের বিবরণকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বানোয়াটও বলেছেন। [৩]
এবার আসা যাক নালন্দা আক্রমণ নিয়ে । নালন্দা আক্রমণ নিয়ে বললে বলতে হয় বখতিয়ার খিলজি কখনো নালন্দাতেই যাননি ।
প্রফেসর ডি এন ঝাঁ তার বই Against The Grain: Notes On Identify তে বলেছেন বখতিয়ার খিলজি কখনো নালন্দায় যাননি।
গবেষক লেখক অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লিখেন;
❝বখতিয়ারের বিরুদ্ধে নালন্দা মহাবিহার তথা বিশ্ববিদ্যালয় ধ্বংস করার নিরঙ্কুশ অপবাদ বহুল প্রচারিত। কোনো কোনো ঐতিহাসিক লিখেছেন, বিশ্ববিদ্যালয়টি ১১০০ সালে বখতিয়ার খিলজি ধ্বংস করেছেন । ভারতীয় ও প্রত্নতত্ত্ব বিভাগ বখতিয়ারের এই আক্রমণের তারিখ জানিয়েছেন ১১০০ সাল। অথচ স্যার উলসলি হেগ বলছেন, বখতিয়ার ওদন্তপুরী আক্রমণ করেছেন ১১৯৩ সালে। আর স্যার যদুনাথ সরকার এই আক্রমণের সময়কাল বলছেন ১১৯৯ সাল । সবচাইতে মজার যে, বখতিয়ার খলজি বঙ্গ বিজয় করেন ১২০৪ সালের ১০ মে । স্যার যদুনাথ সরকার বখতিয়ারের বঙ্গ আক্রমণের সময়কাল বলছেন ১১৯৯ সাল। অন্যদিকে অধিকাংশ ঐতিহাসিকের মতে বৌদ্ধদের নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করা হয় ১১৯৩ সালে । যে লোকটি ১২০৪ সালে বঙ্গে প্রবেশ করেন, সে কীভাবে ১১৯৩ সালে নালন্দা ধ্বংস করেন ?❞[৪]
তাহলে দেখা যাচ্ছে বখতিয়ার খিলজির আক্রমণের আগেই নালন্দা ধ্বংস হয়ে গিয়েছিল।
তিনি আরো লিখেন ❝ সাম্প্রতিক এক গবেষণায় জানা যাচ্ছে, ধ্বংস করা তো দূরের কথা, বখতিয়ার নালন্দার ধারেকাছেই যাননি।❞[৫]
যদুনাথ সরকার অবশ্য চেষ্টা করেছেন বখতিয়ার খিলজির আক্রমণকে ১২০৪ থেকে পিছিয়ে ১১৯৯ আনার, কিন্তু তাতেও ধ্বংসের দায় তাঁর উপর চাপে না।
শরৎচন্দ্র দাশ তাঁর Antiquity of Chittagong প্রবন্ধে লিখেছেন, “বিক্রমশীলা ও ওদন্তপুরী বিহার দুটিকে ধ্বংস করা হয়েছিল ১২০২ সালে।”
এই তালিকায় কিন্তু নালন্দার উল্লেখ নেই।
লামা তারানাথ এবিষয়ে তার বই ‘ ভারতে বৌদ্ধ ধর্মের ইতিহাস’ (১৬০৮খ্রিঃ) - এ পরিস্কারভাবে বলেছেন। তিনি কেবল উদন্তপুরী ও বিক্রমশীলা মহাবিহারে আক্রমণের উল্লেখ করেছেন,নালন্দার পর্যন্ত নাম নেননি। তিনি বলেন
❝Then came the Turuska king called the Moon to the region of Antarvedi in-between the Ganga and the Yamuna. Some of the monks acted as the messengers for this king. As a result, the petty Turuska rulers of Bhangala and other places united, ran over whole of Magadhaand massacred many ordained monks in Odantapuri. They destroyed this and also Vikramasila. The Persians at last built a fort on the ruins of the Odanta-vihara.❞
বখতিয়ারের মৃত্যু হয় ১২০৬ সালে । উল্লেখ্য বিহার জয়ের ৩১ বছর পরও নালন্দা বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন চালু ছিল । সেসময়ে তিব্বত থেকে ধর্মস্বামী এসে নালন্দা বিহারকে চালু অবস্থাতেই দেখেছেন । সেখানে মঠাধ্যক্ষ রাহুল শ্রীভদ্রের পরিচালনায় ৭০ জন সাধু পড়াশোনা করেছেন। [৬]
এবার কথা হলো ধ্বংসের কথা বারবার লেখা হয়, বলা হয় তাহলে যদি ধরেই নি ধ্বংস হয়েছিল, তাহলে সেটা করেছিলো কে বা কারা ?
স্বামী বিবেকানন্দের দাদা ড. ভূপেন্দ্রনাথ দত্ত বলেন
❝ নালন্দায় লাইব্রেরি কয়েকবার বিধ্বস্ত হয় । P. al. Jor-এর তিব্বতীয় পুস্তকে উল্লিখিত হয়েছে যে, “ধর্মসগন্ধ অর্থাৎ নালন্দার বৃহৎ লাইব্রেরি তিনটি মন্দিরে রক্ষিত ছিল । তীর্থিক (ব্রাহ্মণ) ভিক্ষুদের দ্বারা অগ্নিসংযোগে তাহা ধ্বংস হয়। মগধের রাজমন্ত্রী কুকুতসিদ্ধ নালন্দায় একটি মন্দির নির্মাণ করেন । সেখানে ধর্মোপদেশ প্রদানকালে জনাকতক তরুণ ভিক্ষু দুজন তীর্থিক ভিক্ষুদের গায়ে নোংরা জল ছিটিয়ে দেয়। তার ফলে তাঁরা ক্ষুব্ধ হয়ে ‘রত্নসাগর’, ‘রত্নধনুক’ এবং নয়তলাযুক্ত ‘রত্নদধি’ নামক তিনটি মন্দির অগ্নিসংযোগে ধ্বংস করে। উক্ত তিনটি মন্দিরেই সমষ্টিগতভাবে ধর্মগ্রন্থ বা গ্রন্থাগার ছিল।❞[৭]
P. al. Jor :History of the Rise, Progress and Downfall of Buddhism in India গ্রন্থটা পড়ে দেখতে পারেন।
বুদ্ধপ্ৰকাশ তাঁর ‘Aspects of Indian History and Civilisation’ গ্রন্থে স্পষ্ট করে বলেছেন –❝নালন্দায় অগ্নিসংযোগের জন্য হিন্দুরাই দায়ী।❞
বাংলাদেশে ‘বৌদ্ধবিহার ও বৌদ্ধ ভিক্ষু’ গ্রন্থে ভিক্ষু সুনীথানন্দ বলেন ❝ এজন্য কেবল ব্রাহ্মণ্যবাদীরাই দায়ী।❞
মুসলিমবিদ্বেষী লেখক আর্নেস্ট হ্যাভেল লিখেছেন ❝মুসলমান রাজনৈতিক মতবাদ শুদ্রকে দিয়েছে মুক্ত মানুষের অধিকার, আর ব্রাহ্মণদের ওপরেও প্রভুত্ব করার ক্ষমতা । ইউরোপের পুনর্জাগরণের মতো চিন্তাজগতে ডেউ তুলেছে তরঙ্গাভিঘাত, জন্ম দিয়েছে অগণিত দৃঢ় মানুষের আর অনেক অত্যোদ্ভুত মৌলিক প্রতিভার। পুনর্জাগরণের মতোই এও ছিল মূলত এক পৌঢ় আদর্শ।... এরই ফলে গড়ে উঠল বাঁচার আনন্দে পরিপূর্ণ এক বিরাট মানবতা। সেই মানবতার দ্বার উন্মোচনে বখতিয়ার খিলজির বঙ্গজয় ছিল প্রশ্নহীন এক মাইলফলক। বৌদ্ধদের জন্য সেটা ছিল অনেক বেশি গ্লানিমুক্তি। অনেকটা নবজীবন। মুসলিম বিজয় তাদের কোনো কিছু ধ্বংস করেনি, বিপন্ন করেনি তাদের; বরং খুলে দিয়েছে মুক্তির সদর দরজা।❞[৮]
এবং দীনেশচন্দ্র সেনের ভাষায়, ‘মুসলমানগণ কর্তৃক বঙ্গবিজয়কে বৌদ্ধরা ভগবানের দানরূপে মেনে নিয়েছিল।’
নালন্দার ধ্বংস মুসলিমদের হাতে হলে মুসলিম বিজয়কে কেন বৌদ্ধরা ভগবানের অনুদান মনে করবেন ?
ষষ্ঠ শতকের রাজা মিহিরকুল বৌদ্ধদের সহ্য করতে পারতেন না । তিনি যখন পাটলিপুত্র আক্রমণ করেন তখন সম্ভবত তখনই নালন্দা মহাবিহার ধ্বংসপ্রাপ্ত হয় ।
এইচ হিরাস এ বিষয়ে লিখেছেন
❝Nalanda University was not far from the capital, Pataliputra and its fame had also reached Mihirakula's ears. The buildings of Nalanda were then probably
destroyed for the first time, and its priests and students dis-persed and perhaps killed.❞[৯]
ইতিহাস ঘাঁটলে দেখা যায় নালন্দা প্রথমবার আক্রমণের স্বীকার হয় শৈব রাজা মিহিরকুলের দ্বারা, এরপর গৌড়রাজ শশাঙ্কের দ্বারা দ্বিতীয়বার, এরপর তিরহুতের রাজা অর্জুনের একদল ব্রাহ্মণের হাতে আবারও নালন্দা আক্রান্ত হয়।
ঐতিহাসিক এস, সদাশিবন অবশ্য নালন্দা ধ্বংসের জন্য মুসলমান ও ব্রাহ্মণ উভয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।[১০]
পঞ্চম শতাব্দীতে ব্রাহ্মণরা যজ্ঞাগ্নি নিয়ে নালন্দার প্রসিদ্ধ গ্রন্থাগারে ও বৌদ্ধ বিহারগুলিতে অগ্নিসংযোগ করেন । ফলে নালন্দা অগ্নিসাৎ হয়ে যায়। [১১]
তিব্বতীয় শাস্ত্র ‘ পাগসাম ইয়ান জাং’ -এ ‘ ব্রাহ্মণরা নালন্দার লাইব্রেরি পুড়িয়েছে বলে উল্লেখ করা হয়েছে। ’[১২]
ঐতিহাসিক ডি আর পাটিল পরিস্কারভাবে বলেছেন ❝ওটা ধ্বংস করেছে শৈবরা।❞
তিনি এ-ও বলেছেন নালন্দা ধ্বংস হয়েছিল বখতিয়ার খিলজির আক্রমণের আগেই। [১৩]
শৈবরাই নালন্দা ধ্বংস করেছে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন আর এস শর্মা ও কে এম শ্রীমালি।[১৪]
বখতিয়ার খিলজীকে দায়ী করার অপচেষ্টা অধিকাংশ ঐতিহাসিক নাকচ করে দিয়েছেন।
এবিষয়ে দেখতে পারেন
Truschke, A. 2018. The Power of The islamic Sword in Narrating The Death of Indian Buddhism , Journal of The History of Religion , Chicago University press.
রাধাকৃষ্ণ চৌধুরী লিপিতাত্ত্বিক ও প্রত্নতাত্ত্বিক তথ্য-উপাত্ত দিয়ে দেখিয়েছেন যে, নালন্দা ধ্বংসের সাথে বিজয় সেনের সম্পর্ক আছে।
এবিষয়ে দেখতে পারেন Chaudhary, R. 1978. Decline of the University of Vikramasila, Journal of the Indian History.
রাধাকৃষ্ণ চৌধুরী নালন্দায় ১৯৬০-৭২ সাল পর্যন্ত পাটনা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিক খননের উপর ভিত্তি করে Decline of The University of Vikramasila প্রবন্ধ লিখে সুন্দর করে দেখিয়েছেন যে বখতিয়ার খিলজী'র বাংলায় আগমনের সাথে নালন্দার ধ্বংসের কোনো সম্পর্কই নেই ।
তো কি বোঝা গেলো ?
আর বাংলায় মুসলিম শাসন বৌদ্ধরা কি হিসেবে দেখেছিলো এবিষয়ে জানতে চাইলে বিশদভাবে লেখা সম্ভব ।
তথ্যসুত্রঃ
১.Journal of The Varendra Research society, 1940.
The Rise and Fall Of Buddhism in South Asia 2008.
২.বাংলায় মুসলিম সমাজ বিস্তারের প্রাথমিক ধারা, এ কে এম শাহনেওয়াজ।
৩.বাঙ্গালীর ইতিহাস সম্বন্ধে কয়েকটি কথা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৪.ভারতে ইসলাম ভারতীয় মুসলমান, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়
৫.ঐ
৬.বায়োগ্রাফি অব ধর্মস্বামী, জি রোয়েরিখ, কে পি জয়সওয়াল রিসার্চ ইনস্টিটিউট,পাটনা।
৭. বাঙ্গলার ইতিহাস, ড. ভুপেন্দ্রনাথ দত্ত।
৮.আর্নেস্ট হ্যাভেল, দি হিস্ট্রি অব এরিয়ান রুল ইন ইন্ডিয়া।
৯.এইচ হিরাস, দ্য রয়েল পেট্রনস অব দ্য ইউনিভার্সিটি অফ নালন্দা, জার্নাল অব দ্য বিহার এন্ড উড়িষ্যা রিসার্চ সোসাইটি।
১০. এস এন সদাশিবন, এ সোসাইটি হিস্ট্রি অব ইন্ডিয়া।
১১. P. al. jor: History of Rise, progress and Downfall of Buddhism in India
১২. বি এন এস যাদব, সোসাইটি এন্ড কালচার ইন নর্দার্ন ইন্ডিয়া ইন দ্য টুয়েলভথ সেঞ্চুরি।
১৩.ডি আর পাটিল, অ্যান্টিকোয়ারিয়ান রিমেনস অব বিহার, ( এটা বিহার সরকার কর্তৃক প্রকাশিত, নালন্দা ধ্বংসের উপর একমাত্র লিখিত গবেষণাপত্র)
১৪.আর এস শর্মা ও কে এম শ্রীমালি,এ কমপ্রিহেনসিভ হিস্ট্রি অব ইন্ডিয়া।
এছাড়াও দেখতে পারেন
*বাংলা সাহিত্যে অন্ধকার যুগঃ মিথ ও বাস্তবতা, মুসা আল হাফিজ
*ভারতবর্ষের ইতিহাসঃ রাষ্ট্র ধর্ম ও ধর্মনিরপেক্ষতা,আমিনুল ইসলাম।

চলে গেলেন মার্কিন ভাষাতত্ত্ববিদ, দার্শনিক,সমাজকর্মী নোয়াম চমস্কি।

 চলে গেলেন মার্কিন ভাষাতত্ত্ববিদ, দার্শনিক,সমাজকর্মী নোয়াম চমস্কি।



  নোয়াম চম্‌স্কি (পূর্ণনাম আভ্রাম নোম চম্‌স্কি; ইংরেজি: Avram Noam Chomsky); জন্ম ৭ই ডিসেম্বর, ১৯২৮) একজন মার্কিন তাত্ত্বিক ভাষাবিজ্ঞানী, শিক্ষাবিদ, দার্শনিক ও সমাজ সমালোচক। তিনি বর্তমানে ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি নামক মার্কিন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংখ্যাতিরিক্ত অধ্যাপক (Emeritus professor) এবং একই সাথে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা নামক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক অধ্যাপক (Laureate professor) হিসেবে কাজ করছেন।

  চম্‌স্কি মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া শহরে এক মধ্যবিত্ত আশকেনাজি ইহুদী অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন এবং সেখানেই বেড়ে ওঠেন। তিনি ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতোকত্তর পর্যায়ে পড়াশোনা করেন। সেখান থেকে তিনি পরবর্তীতে ১৯৫৫ সালে ভাষাবিজ্ঞানে ডক্টরেট সনদ লাভ করেন। তার উপদেষ্টা ছিলেন মার্কিন ভাষাবিজ্ঞানী জেলিগ হ্যারিস। স্নাতোকত্তর পর্যায়ে পড়াশোনা করার সময় চম্‌স্কি ১৯৫১ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত হার্ভার্ড ইউনিভার্সিটি নামক মার্কিন বিশ্ববিদ্যালয়ে কনিষ্ঠ গবেষণাকর্মী (Junior research fellow) হিসেবে কাজ করেন। ১৯৫৫ সালে তিনি ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজি নামক প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফরাসি ও জার্মান ভাষার প্রশিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৭৬ সালে তিনি সেখানকার ভাষাবিজ্ঞানের ইন্সটিটিউট অধ্যাপক পদ লাভ করেন।

   বিগত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে ভাষাবিজ্ঞান শাস্ত্রে চম্‌স্কির কাজ গভীর প্রভাব বিস্তার করে আসছে। তিনি ১৯৫৭ সালে তার সিন্ট্যাকটিক স্ট্রাকচার্স গ্রন্থে "রূপান্তরমূলক উৎপাদনশীল ব্যাকরণ" নামক তত্ত্বটির অবতারণা করেন, যা অনেকের মতে আধুনিক ভাষাবিজ্ঞানে এক "বিপ্লবের" সূচনা করে। চম্‌স্কি ভাষাবিজ্ঞানকে মানবমন-সংক্রান্ত গবেষণার কেন্দ্রে স্থাপন করেন। চম্‌স্কির আবির্ভাবের আগে বিংশ শতাব্দীর প্রথমার্ধে ভাষাবিজ্ঞানীরা বিভিন্ন ভাষার বহিঃস্থ কাঠামোর সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে বেশি গবেষণা করতেন। তিনি ভাষা ও মানবমনের গবেষণাতে এই অভিজ্ঞতাবাদী ধারার সমালোচনা করেন এবং যুক্তিবাদী দৃষ্টিভঙ্গির সমর্থনে যুক্তি দেন। তার মতে প্রতিটি মানব শিশু জন্মের সময়েই যেকোনও ভাষা অর্জন করার ক্ষমতার মূল উৎপাদনশীল নিয়মগুলি নিয়ে জন্মগ্রহণ করে। এই বিশ্বজনীন নিয়মগুলি মানুষের অবচেতন মনে অবস্থান করে এবং ভাষাবিজ্ঞানীদের কাজ হল স্বজ্ঞা ও যৌক্তিক বিশ্লেষণের মাধ্যমে এই নিয়মগুলির প্রকৃতি উদ্ঘাটন করা। কেবল ভাষাবিজ্ঞান নয়, চম্‌স্কি বোধন বিজ্ঞান এবং মন ও ভাষার দর্শন শাস্ত্রেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার এই তাত্ত্বিক অবদানগুলি বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে "বোধনবৈজ্ঞানিক বিপ্লবের" সূচনা করে ও এর ক্রমবিকাশে শক্তিশালী ভূমিকা রাখে।

    চম্‌স্কি রাজনৈতিক ভিন্নমতাবলম্বী হিসেবে মার্কিন আভ্যন্তরীণ রাজনীতি, বৈদেশিক নীতি ও বুদ্ধিজীবী সংস্কৃতির উপর তথাকথিত মার্কিন "অর্থনৈতিক অভিজাতদের" ক্ষতিকর প্রভাব বিশ্লেষণ করেন, যার সুবাদে বিশ্বব্যাপী অসংখ্য ভক্ত ও অনুরাগী অর্জন করেন। তিনি কিশোর বয়সেই স্থানীয় সংবাদপত্রে রাজনীতির উপর লিখতেন। কিন্তু রাজনীতি নিয়ে বেশি করে লেখালেখি শুরু করেন ১৯৬০-এর দশক থেকে। সেসময় দক্ষিণ-পূর্ব এশিয়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতি ছিল তার আলোচনার বিষয়। এরপর মার্কিন পররাষ্ট্র নীতির ব্যাপারে সাধারণ মার্কিন জনগণের ঐকমত্য "উৎপাদন" করার ব্যাপারে বিভিন্ন গণমাধ্যম ও শিক্ষায়তনিক সম্প্রদায়গুলির ভূমিকার তীক্ষ্ণ সমালোচনা করে অনেকগুলি গ্রন্থ রচনা করেন। চম্‌স্কি মার্কিন পররাষ্ট্রনীতির ধ্বংসাত্মক ফলাফলগুলি নিয়ে আলোচনা করেন এবং বলেন যে মার্কিন বুদ্ধিজীবীদের দায়িত্ব হল মার্কিন সরকারের অনৈতিক নীতিগুলির যৌক্তিক সমালোচনা করা এবং এই নীতিগুলিকে পরাস্ত করার লক্ষ্যে ব্যবহারিক রাজনৈতিক কৌশল অনুসন্ধান করা। রাজনৈতিকভাবে চম্‌স্কি ব্যক্তিস্বাতন্ত্র্যভিত্তিক সমাজতন্ত্র ও নৈরাজ্যমূলক শ্রমিকসংঘবাদের অনুসারী ছিলেন।

প্রধানমন্ত্রী শ্রী মোদি চূড়ান্ত কুসংস্কারাচ্ছন্ন যে আস্ফালন করেছেন

 সংসদীয় নির্বাচন চলাকালীন প্রধানমন্ত্রী নিজেকে ঈশ্বর প্রেরিত দূত বলে প্রচার করার প্রতিবাদ করে মেডিকেল সার্ভিস সেন্টার-এর সভাপতি অধ্যাপক বিনয়ক নার্লিকার ও সাধারণ সম্পাদক ডাঃ ভবানী শংকর দাস এক বিবৃতিতে বলেন:


প্রধানমন্ত্রী শ্রী মোদি চূড়ান্ত কুসংস্কারাচ্ছন্ন যে আস্ফালন করেছেন, তিনি প্রাকৃতিক ভাবে জন্মগ্রহণ করেননি, তিনি ঈশ্বর-প্রেরিত দূত, এটি কেবল অবৈজ্ঞানিকই নয়, এ নিকৃষ্ট ও স্থূল রুচি সম্পন্ন। দেশ যখন সংসদীয় নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং বাকি কেন্দ্রগুলিতে ভোটাররা তাঁদের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন, তখন দেশের সর্বোচ্চ পদ থেকে এই ধরনের কুসংস্কারমূলক অপপ্রচার অবমাননাকর এবং বিশ্বের সামনে দেশের গণতান্ত্রিক চিন্তা-চেতনার মাপকাঠিকে অবনমিত করছে। দেশের গণতান্ত্রিক সেক্যুলার যুক্তিবাদী চিন্তাশীল জনগণের পক্ষ থেকে আমরা দাবী জানাই প্রধানমন্ত্রী নিঃশর্তভাবে এ ধরনের অযৌক্তিক মান্ধাতার আমলের দাবী প্রত্যাহার করবেন।
এই ব্যক্তি ক্ষমতায় আসার পর থেকে তার মিডিয়া টিম এটি প্রথমবারই নয়, বরং ধারাবাহিকভাবে কুসংস্কারাচ্ছন্ন প্রচার ধুমধাম করে করার চেষ্টা করেছে। '১০,০০০ বছর আগে' পৌরাণিক গাথার গণেশের মাথায় প্লাস্টিক সার্জারি, পৌরাণিক মহাকাব্য মহাভারতে কৌরব মা গান্ধারীর ১০০ সন্তান প্রমাণ করে 'সেই সময়ে' ক্লোনিং ছিল - ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের অধিবেশনে স্তম্ভিত বিজ্ঞানী মহলকে শুনতে বাধ্য করা হয় - পিঠ বাঁচাতে করতালি সহযোগে। এবং সব চাইতে মারাত্মক, কোভিড অতি-মারীতে যখন কোটি দেশবাসী বিপন্ন, তখন তালি-থালি বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে কোভিড প্রতিরোধ হবে বোঝানো হয়, কোভিড প্রতিকার হিসাবে গোবর এবং গোমূত্র প্রচারে করা হয়েছিল।
কুসংস্কারাচ্ছন্ন মননকে যা আমাদের দেশে ইতিমধ্যেই বিরাজ করছে, এই ধরনের কু-মন্তব্য তাতে আরও ইন্ধন জোগাবে। এটি আমাদের রেনেসাঁর অগ্রদূত ও স্বাধীনতা সংগ্রামীদের চিন্তাভাবনা এবং সংগ্রামের পরিপন্থী। রাজনৈতিক ক্ষমতায় টিকে থাকার হীন উদ্দেশ্য-প্রসূত এই নোংরা কাজ ঠান্ডা মাথায় মানুষকে তাদের বাস্তব জীবনের সমস্যা ভুলিয়ে অন্ধতার গহীনে ঠেলে দেবে। এই ধরনের ক্ষমতার অপব্যবহার এবং পৌরাণিক কাহিনীকে সত্য ঐতিহাসিক ঘটনা বলে দেখানোকে আমরা সর্বান্তঃকরণে বিরোধিতা ও সমালোচনা করি।
একটি যুক্তিবাদী সেক্যুলার সামাজিক স্বাস্থ্য সংগঠন হিসাবে আমাদের মত, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাহিনী ক্রমাগত আমাদের দেশের নবজাগরণ ও গৌরবময় স্বাধীনতা সংগ্রামের সর্বোচ্চ সেকুলার নীতি-নৈতিকতাকে অবমাননা করে চলেছে। ঈশ্বর প্রেরিত দূত এসে স্বয়ং ঈশ্বরেরই ইচ্ছা বাস্তবায়ন করছি ২০৪৭ অবধি বলে নিজেকে অতি-মানব হিসাবে উপস্থাপনা করার অপচেষ্টার অর্থ হল, ধূর্ততার সাথে তাঁর অনুসৃত সমস্ত জনবিরোধী নীতির দায় ঝেড়ে ফেলে, নিজেকে আরো ২৩ বছর ক্ষমতার শীর্ষে থাকাকে ন্যায্যতা প্রদান করতে চাইছেন। নতুন শিক্ষানীতি ২০২০-এর মাধ্যমে তারা ইতিমধ্যেই ইতিহাসের বিকৃতি, শিক্ষার সকল স্তরে পরীক্ষামূলক ও যুক্তিবাদী চিন্তাধারার মৌলিক বিষয়গুলিকে ধ্বংস করার জন্য বুলডোজার চালাচ্ছে, যার বিরুদ্ধে আমরা আমাদের রেনেসাঁর অগ্রদূত এবং আপসহীন স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের নীতি অনুসরণ করে লড়াই করেছি।
অবৈজ্ঞানিক কুসংস্কার প্রচার সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং যুক্তি-বিজ্ঞান চিন্তাভাবনা রাষ্ট্রকে প্রসারিত করে সমগ্র দেশের যথার্থ বিকাশ সুনিশ্চিত করতে হবে।
সংবাদ দাতা
ডাঃ অংশুমান মিত্র
সম্পাদক
মেডিকেল সার্ভিস সেন্টার
98314 76392

দেশের চলচ্চিত্র জগতে বিষয়বস্তু বলতে বেঁচে আছে শুধুই জাতীয়তাবাদ এবং ধর্ম।

   দেশের চলচ্চিত্র জগতে প্রতিভা বলতে বোঝায় নেকুপুষুসুন্টুনিমুন্টুনিদের। আর বিষয়বস্তু বলতে বেঁচে আছে শুধুই জাতীয়তাবাদ এবং ধর্ম। ঠিক সেই সময়ে আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার মঞ্চে পুরস্কার হাতে দাঁড়ানো দুটি মুখ। পায়েল কাপাডিয়া, অনুসূয়া সেনগুপ্ত।



দেশ মানে যখন শুধুই উন্নয়নের বাণী (যা অনুভব করতে হয়, চোখে দেখা যায় না) বিদ্বেষ আর ঘৃণা ভাষণ। তখন গলিঘুপচির বাস্তব অন্ধকার, প্রতিদিন বিক্রি হয়ে যাওয়া মেয়ের রাগ ক্ষোভ যন্ত্রণা কান্না রক্ত ঘাম অবলীলায় তাদের হাত ধরে পর্দায় উঠে আসে। সিস্টেম যখন সৃষ্টিশীলতার মধ্যে উদ্দেশ্য খোঁজে তখন তারা প্রতিবাদকে ভয় পায়। সত্য সামনে এলে বীরত্বের ফানুস ফুসমন্তর হয়ে যায়। যেমন এক সময়ের স্রোতস্বিনী নদীও স্রোত হারালে ডোবা হয়ে যায়। পরে ডাস্টবিন। কিন্তু প্রকৃত প্রতিভা অনুৎপাদক সিস্টেমের আসল রূপ অনুভব করেই প্রতিবাদে সোচ্চার হয়। যারা জানান দেয় এখনও দেহে আছে প্রাণ। 'আজাদি' আন্দোলনের আগে পায়েল কাপাডিয়ারা প্রতিবাদী হয়েছিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। বরং বলা যায় এই পর্যায়ের একচ্ছত্র ক্ষমতার বিরুদ্ধে প্রথম ছাত্র আন্দোলন। যা পরে জেএইউ-সহ অনান্য প্রতিষ্ঠানেও দেখা গিয়েছিল।
২০১৪ সালে রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছিলেন তৎকালীন ৫৬ ইঞ্চি বর্তমানের ভগবানের দূত। ক্ষমতার স্বাভাবিক ধর্ম বিভিন্ন পদে নিজের তাঁবেদার বসানো। মোসাহেব বসিয়ে ক্ষমতাসীনরা মগজে ভাবনায় সৃষ্টিশীলতায় বুলডোজার চালিয়ে আপন মত প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু স্বাধীন শিক্ষানবিশরা শাসকের সেই বাঁধা গতের চৌকাঠ অতিক্রম করে দৃষ্টান্ত স্থাপন করে বারবার। ২০১৫ সালে পুণে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার(এফটিটিআই) গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান পদে অভিনেতা গজেন্দ্র চৌহানকে বসানোর প্রতিবাদে সরব হয় তৎকালীন সেখানকার পড়ুয়ারা। তাদের দাবি ছিল বি আর চোপড়ার 'মহাভারত' সিরিয়ালে যুধিষ্ঠিরের ভূমিকায় অভিনয় করে বিখ্যাত হওয়া গজেন্দ্রর ওই পদে বসার যোগ্যতা নেই। কিন্তু পড়ুয়ারা ভুলে গিয়েছিল পর্দার যুধিষ্ঠিরের পকেটে আছে 'আনুগত্যের' শংসাপত্র। তাই প্রতিবাদীদের বিরুদ্ধে শুরু হয় পুলিশি দমনপীড়ন। যা ক্ষমতার অহংকারের স্বাভাবিক প্রকাশ। সেই আন্দোলনে সেদিনের অভিযুক্ত পায়েলই আজ পুরস্কৃত কানের মঞ্চে। আর সবচেয়ে মজার ঘটনা পায়েলের বিরুদ্ধে মামলা করা এফটিটিআই বাধ্য হয়েছে প্রকাশ্যে তাকে অভিনন্দিত করতে। পাশপাশি এও স্মরণে রাখতে হবে, চলতি বছরের আগামী ২৬ জুন আদালতে গজেন্দ্র চৌহানের বিরুদ্ধে আন্দোলন করা সেই মামলার শুনানি।
শুধুমাত্র গল্প বা সিনেমায় নয়। সমাজজীবনে কখনও কখনও ক্লাইম্যাক্স তৈরি হয়। কানের মঞ্চ ভারতীয় ক্ষমতাসীনদের কান ধরে সেই ক্লাইম্যাক্সে এনে ফেলছে। দুই তরুণী আজ নিজেদের যোগ্যতায় আন্তর্জাতিক এই মঞ্চে। এ দেশের লক্ষ লক্ষ স্বপ্ন দেখা তরুণ প্রজন্মের প্রতিনিধি হয়ে উঠেছে তারা।
পায়েল প্রতিবাদী হয়েছে কিন্তু নিজের ক্ষেত্র ছেড়ে বের হয়নি। সেই সময়ে গজেন্দ্রর বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ তোলার যোগ্যতা যে তার ছিল আজ সে তার নিজের ক্ষেত্র দিয়েই প্রমাণ করেছে। যেটা জেএনইউয়ের আজাদি আন্দোলনের ক্ষেত্রে বলতে পারা যাবে না। সেই আন্দোলনের মুখ এখন রাজনৈতিক মসনদ দখলের লড়াইয়ে দল বদলু।
পায়েল কাপাডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করে অভিযুক্ত হয়েই থামেনি। বরং যে শিক্ষার দাবিতে তার লড়াই ছিল। সে শিক্ষাকে হাতিয়ার করে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে। এমনকি পুরস্কার পাওয়া সিনামার বিষয়বস্তুও প্রচলিত স্রোতের বিপরীতে।
তাদের এ লড়াই শুধু রাষ্ট্রের বিরুদ্ধে নয় সব ধরনের প্রতিষ্ঠানের বিরুদ্ধেই। আজ দেশে যখন কোটি কোটি টাকা ঢেলে দূর্বল স্ক্রিপ্টের বিশেষ প্রচার সর্বস্ব সিনেমার রমরমা। শিল্পের চেয়ে আনুগত্য প্রকাশের প্রতিযোগিতা, সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র নিজের প্রতিভাকে পুঁজি করে আত্মবিশ্বাসের জোরে এই মঞ্চে আরোহনের পথ কুসুমাস্তীর্ণ ছিল না তা বলাই যায়। তবে তা যে অসম্ভব নয় তাও প্রমাণিত হল। দেশের নামীদামী প্রযোজনা সংস্থাগুলির কাছেও এই দৃষ্টান্ত একটা চ্যালেঞ্জ।
পায়েল পরিচালিত এবং অনুসূয়ার অভিনীত পুরস্কার প্রাপ্ত দুটি সিনেমারই প্রযোজক বিদেশি সংস্থা। দেশের লক্ষ কোটি টাকার বড় বড় প্রযোজনা সংস্থা গুলির কেউ কী বুক চাপড়ে বলতে পারবে বিশ্ব চলচ্চিত্রে ভারতীয় সিনেমার প্রতিনিধিত্ব করার জন্য অন্তত একটা সিনেমা তারা বানিয়েছে? বরং প্রতিপদে তারা স্বাধীন ভাবনা সৃজনশীলতাকে ব্যবসায়িক স্বার্থের পায়ে বলি দিতে উদ্যোত হয়েছে। ক্ষমতাসীনের তোষামোদি করতে করতে পায়ের তলার মাটি যে ঝুরঝুরে হয়ে যাচ্ছে সেটা যদি আজও বুঝতে না পারে তবে তাদের সাধের প্রতিষ্ঠান পতিত হতে সময় লাগবে না। ছকে বাঁধা গন্ডিতে লাভক্ষতির হিসাব মিলতে পারে কিন্তু আঁধার শেষে ভোরের সূর্যোদয় দেখতে হ্যারিকেন নিয়ে যাওয়া বোকামির নামান্তর। আলো ফোটার আগে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাই প্রতিষ্ঠানের। সৃজনশীলদের জন্য খোলা আছে সারা বিশ্বের দুয়ার।