স্বপ্ন-সুভাষ স্মরণ , দ্বারক ঘোষ

স্বপ্ন-সুভাষ স্মরণ
        দ্বারক ঘোষ

নিশ্চিন্তের জীবন!
না গোলামীর চির অবসান ?
তোলপাড় বক্ষপাড়!
দামী শীলমোহরমারা সুসজ্জিত শংসাপত্র। 
অবহেলায় প্রত্যাখ্যিত—
এক টুকরো অবাঞ্ছিত কাগজের টুকরো যেন!
ক্রীতদাসত্বের বশ্যতা নয়—
স্বাধীন চেতনার বন্টন,
ছাইচাপা আগুনের আত্মপ্রকাশ। 
রুক্ষ মাটিতে জেগে ওঠে ভিসুভিয়াস। 
দুরন্ত-দুর্বার বিপ্লব-বহ্নি—
স্বাধীনতার স্বপ্নসাধক—
আমাদের স্বপ্ন-সুভাষ। 

বিবর্ণতার বেড়াজালে বন্দি সবুজ-চঞ্চল হৃদয়—
"ছাত্রানাং অধ্যয়নং তপঃ"—
সোনার খাঁচায় আলেয়ার আলো!!
অধ্যয়ন তপস্যা!
না—
নির্ঘোষ সিংহনাদ। 
তুমি ছাত্র—
তোমার প্রতিশব্দ—
অপরাজেয় তুমি অত্যাচারীর ঘুমপাড়ানি প্রতিবাদ। 
তোমার চলার ছন্দে ছন্দে জেগে থাকে শাসকের বরবাদ। 
তুমি যুবক—
তোমার প্রতিশব্দ—
স্থবিরতার অকালমৃত্যু,ভীরুতার সর্বনাশ। 
দাসত্ব নয়—চেতনার স্বাধীন বিকাশ। 
নির্ভয় সাহসী পদচারণ
তুমি শাসকের দুঃশাসন। 
তুমি শ্রমিক—
তোমার প্রতিশব্দ—
এ পৃথিবী গড়ে ওঠা তোমার দান।
তোমার হাতুড়ির ঘায়ে ঘায়ে থাকে শিকল ভাঙার গান। 
তোমার নির্ঝর ঘামে ঘামে সৃষ্টি তামাম। 
তোমার হাঁটাপথ শোষণ মুক্তির ময়দান। 

রুক্ষ মাটিতে জেগে ওঠে ভিসুভিয়াস। 
দুরন্ত-দুর্বার বিপ্লব-বহ্নি—
স্বাধীনতার স্বপ্নসাধক—
আমাদের স্বপ্ন-সুভাষ।
অফুরান জীবনীশক্তির অনন্য দেশনায়ক তুমি। 
শোষণ মুক্তির লড়াইতো তোমার আহ্বান। 
তোমার অপূরিত স্বপ্ন পূরণে
তোমার স্মরণে  
আজ অর্ঘ্য করি দান।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم