হার যখন হার নয়

হার যখন হার নয়
                 দ্বারক ঘোষ
বেহিসাবি বাহানা নয়—
বিবেকের বিচারালয়ে বিরামহীন অদম্য লড়াই। 
মাথাটা ঘাড়েই দৃশ্যমান—
নুয়ে যায়না চোখরাঙানির কাছে ;
বিক্রি হয়না—
ওরাই জানে, 
মাথাটা আজও ওদেরই আছে ;
হিমালয়ের উচ্চতায় উঁকি মারে
হারিয়ে যাওয়া ভিড়ে। 
কোনো হারই হার নয়—
প্রতিবাদ যখন বক্ষনীড়ে। 
হারের মাঝেও প্রাপ্তি জয়ের পূর্ণ স্বাদ—
প্রতিবাদ প্রান্তরেই জেগে থাকে জয়ের বজ্রনিনাদ।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم