লড়াই
স্মৃতি মন্ডল
সাড়ে চার হাজার টাকা দিয়ে
মাথা নিয়েছে কিনে
সর্ব ঘটে কাঠালি কলা
আশা আছে জানে।
ভোটের ডিউটি পরিক্ষার ডিউটি
যত ডিউটি আছে
দারোয়ানের ডিউটি যেন
করতে না হয় পাছে।
জল পরিক্ষা লবন পরিক্ষা
করলে সবাই মিলে
স্তন পরিক্ষা করার জন্য
তৈরি হও সকলে।
কার স্তন এ টিউমার আছে
কার স্তন এ ক্যান্সার
এগুলি আমারা করব পরিক্ষা
আমরা কি ডাক্তার।
কোন দিন ও এই অত্যাচারের
হব কি প্রতি কার
লড়াই করেই আনব মোরা
এই অন্যায়ের সুবিচার।
মনে রেখো লড়াই মোদের
জন্ম গত অধিকার
জানতে পারলে ভ্রুনেই মারে
পৃথিবীতে আনে না আর।
ছোট্ট ছোট্ট পায়ে এগিয়ে
যদি পায় চাদের পাহাড়
লড়াই করেই আদায় করব
আমাদের ন্যায্য অধিকার
তাই বলি আশা দিদি
আন্দোলনে যোগ দিন
এই লড়াই ভবিষ্যতে
আনবে সেই সুদিন।
Post a Comment
ধন্যবাদ