লড়াই থামেনি

                                                    লড়াই থামেনি
                                     দ্বারক ঘোষ


গ্রামীণ রাস্তায় রাস্তায়
কখনও মেঠোপথ পার—
সর্ষের হলুদ ক্ষেতের ধারে মাতৃদ্যুতি
ভরসার রঙিন বেগুনীবাহার।
 
google keyword



আসন্ন প্রসবিনী,যন্ত্রণাকাতর মুখ
আশার আলোয় 'আশার' স্নেহস্পর্শ
সাহস-সঞ্চিত সৃষ্টিস্বপ্না—
চকিতে বিমর্ষ মুখে মৃদু-মন্দ হর্ষ। 

নবজাতকের দরজায় স্বেচ্ছাকর্মী
জেগে থাকা মাতৃত্বের বুক—
প্রসূতির যত্নে আপন যাতনা স্বীকার
মায়ামাখা মরুদ্যানে মাথা উঁচু করে মানবতার মুখ
প্রাপ্য সম্মানে নেই  শুধু তার অধিকার!

নরম হৃদয়টা নিংড়ে বিক্রি করেছে ফেরিওয়ালারা
আশাদের আশা হত— অবিরত 
মাটির হৃদয়টা বিলম্বিত লয়ে পরিণত ;
দাসত্ব নয়—
প্রতিবাদ-ধ্বনিতে জেগেছে আশারা সহস্র-শত । 

বুকভরা লাঞ্ছনা-বঞ্চনা অপমান—
ধিকি ধিকি জ্বলা তুষাগ্নির বুক আজ দাবানল
বুকের বারুদে আগুন লাগিয়েছে মাতৃহৃদয়
বক্ষসাগর আন্দোলিত, 
বেপরোয়া ঢেউয়ে ঢেউয়ে হাজার হাতির বল। 

শাসকের ভয়ভীতি  চোখরাঙানি যত
সাহসের বুকে সঞ্চিত লড়াইয়ে প্রতিহত
দিল্লির প্রতিবাদী পথ থেকে চেতনা কুড়িয়েছে 'আশা'
দুর্বার গতিময় বেগুনি বাহার—
হার না মানা লড়াই ছাড়েনি তার ;
বার্তা দিয়েছে শাসকের দুয়ারে—
মর্যাদার লড়াই কখনও কোথাও হারেনি —
বেগুনি ক্ষেতে প্রতিবাদ-ধ্বনি—
এ-লড়াই চলবে— এ-লড়াই থামেনি।

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم