নারী

👍 নারী👍

        জহিরুদ্দিন আহমেদ

এক জীবন্ত ফুল তুমি   পৃথিবীর বুকে পরিচিত নামে
না, তুমিতো নারী
সৃষ্টি তোমার এই ধরাধাম। 

নিষ্পাপ তুমি সদ্য ফোটা ফুল
জীবন বাগিচা আলোকিত করো,
কখনোবা ফুলদানি টেবিলে কখনো বা হৃদয়ের সাগর ভর

পুরুষের জীবনে তুমি তো সোপান
বেঁচে থাকার অবলম্বন
তুমি নারী, প্রেমিকা থেকে জননী 
ভালোবেসে তুমি করো
আলিঙ্গন।

তোমার মুখটা ভাসে আজো সতীদাহের জ্বলন্ত চিতায়
স্বামীর চিরকল্যাণ চেয়ে পরকালে স্বর্গ লাভের আশায়।

পশুর তৃপ্তি শেষে দেখেছি ছুড়ে দিতে
 ঝরা বাসি ফুলের মত পথে
আমাদের সমাজের মাঝে নদীর স্রোতে দেখেছি ভেসে যেতে।

আছ তুমি আজও সারাবিশ্বে নারী দিবসের সম্মান লহে
ভাষণ শেষে হাততালি পাওয়া নগ্ন শরীর ক্ষত-বিক্ষত দেহে।

তুমিতো রক্ষা করেছিলে দেশ বিদ্রহিনি লক্ষীবাঈ, ঝাঁসির রানী,  প্রীতিলতা হয়ে
দিনের শেষে আজও তুমি অবলা নারী 
তাপসী মালিক কে রক্তঝরা দেহে।

অন্ধ সমাজের দ্বার খুলে তুমি উন্নয়নের কান্ডারী,
পতিতাপল্লীতে পল্লীতে থাকো তুমি হয়ে কলঙ্কিতা নারী।

বনলতা হয়ে দিয়েছো কবিতা দিয়েছো মোনালিসা ছবি, জন্মেছি তোমারই গর্ভে নির্ম পশু 
আবার তোমার গর্ভে কাজী রোবি।

একবিংশের আজ দ্বিতীয় দশক 
সকল পশুদের বন্ধ হোক দোর,
 সম্মান করি নারীদের এস
শুরু হোক নারীর পবিত্র জীবন ‌‌ভোর।‌

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم