ভয়
সালাম
প্রতিশ্রুতি ভঙ্গের
ধোঁয়াশাপূর্ণ নৈরাজ্য ঘিরে রয়েছে আমাদের।
সবটা কেমন অস্পষ্ট,
মুখোমুখি দাঁড়িয়ে চর্মচক্ষু।
বাস্তবের আড়ালে কেমন যেন ঘোলাটে সত্য লুকিয়ে আছে যা
ঠিক চিনতে পারা যায় না।
যেটাকে ভীষণভাবে চেনার কথা ছিল ,
দরকার ছিল বা উচিত ছিল।
সবই কেমন যেন অস্পষ্ট।
তাই স্বাভাবিকভাবেই একটা সাবধানতা আমাদের এঁকেবেঁকে মাথা নিচু করে
কখনো বা বুক ফুলিয়ে চলতে বাধ্য করছে,
একান্ত নিজস্ব একটা গণ্ডি একে।
যেখানে কারো সামান্য একটা উকি বুকে কাঁপন ধরিয়ে দেয়।
একটা ভয়।
কুরে কুরে খেয়ে নিচ্ছে জীবনীশক্তি
ইচ্ছাশক্তি কে।
তারপর সম্ভাবনার অকালপ্রয়াণ।
আর কাঁদায় না ।
পাথর দৃষ্টিতে কোন এক কাঙ্ক্ষিত কালের অপেক্ষায় যেন প্রহর গুনছে অগণিত দৃষ্টি।
সব ভয় কে জয় করে নৈরাজ্য কে মাড়িয়ে
সব গণ্ডি ভেঙে সত্যের ছন্দে জীবনকে বাধার।
Post a Comment
ধন্যবাদ