মানুষ যখন অতিমারি

                                 মানুষ যখন অতিমারি
                                      সালাম 

google keyword



বাজারের থলে রেখে আসাদুল বলল -" শেখ বাড়ির বিয়েতে জামাই করোনা আক্রান্ত হয়ে এসেছিল।
--" ওমা এবার কি হবে আমাদের। " আনুয়ারা আসাদুলেরে স্ত্রী থলেটি হতে নিয়ে বলল।
--" কি আর হবে খুব সাবধানে থাকতে হবে।" 
-" পড়ানো ছাড়া আর বাড়ির বাইরে বের হবে না।" বলে থলের দিকে তাকিয়ে খেঁকিয়ে বলল -" কি গো ডাল আর তেল  কই?"
-" বাজারের জিনিস পত্রের যা দাম। এক সপ্তাহ একটু কষ্ট করো বিশ্বাস বাড়ির মাইনে পেলেই....।
 ফোন বেজে উঠলো _" হ্যালো।" 
--" হ্যালো। আপনাদের পাড়ায় তো....। তাই বলছিলাম এ কদিন এসেন না।বাড়িতে বাচ্চা আছে। পরে এক সপ্তাহ পড়িয়ে মাইনে নেবেন...।"
মুহূর্তে আসাদুলের সারা মুখ হতাশায় ঢেকে যায়।
আনুয়ারা মেঝেতে রেখে ধপ করে বসে পড়ে।

তারপর এখন স্বাভাবিক।  পড়ানো শুরু হয়েছে।
বিশ্বাস বাড়ী। ছাত্র মাকে দেখে বলল --  সপ্তাহ খানেক আপনাকে দেখতে  পাইনি।
-- "খুব কষ্ট পেলাম।ঠান্ডা জ্বর স্বাদ গন্ধ ছিল না শ্বাস কষ্ট"
 --"করোনা?"
-- তাই মনে হচ্ছে। ভয় পাবেননা । প্রথম সপ্তাহ আমার হাতে চা খেয়েছেন। আপনার হলে হয়ে যেত।
-- আমার বাড়িতেও বৃদ্ধ বাবা ,বাচ্চা আছে।  দীর্নিশ্বাস ছেড়ে বেরিয়ে আসে আসাদুল।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post