পথিক ছন্নছাড়া



শান্তির খোঁজে ক্লান্ত আমি পথিক ছন্নছাড়া,
অস্থিঃর খোঁজে গোস্ত আমি রক্তাক্ত শিরদাঁড়া।
কান্না আমার শুনতে পাবে না তুমি অন্ধ মহারাজ,
মানুষ নামে অমানুষ তুমি লাগুক শত অভিশাপ।
যুগ যুগান্ত সঞ্চিত কষ্টে কিনেছিলাম একটু হাসি,
রাস্তায় ফেলে সবাই মিলে আমায় দিলে ফাসি।
তোমার ঘরে অনেক সম্পদ আমি লক্ষ্মীছাড়া,
তোমরা অনেক শক্তিশালী আমি অসহায় মরা।
ইচ্ছেটা আমার পূর্ণ কোরো আবার যদি হয় ইচ্ছে,
একেবারে আমায় খুন করে দিও এটুকুই শুধু ইচ্ছে।
তবুও আমি উঠবো ভেসে, আবার ফুটবো হেসে,
বীজ পুঁতেছি ফলতো পাবোই, আল্লাহু আছে সাথে।
প্রয়োজন হলে এসো আমার দরজায় সর্বদা থাকবে খোলা,
ভয় পেয়না আত্মীয় আমার আমি তোমার মতো পাসবিক না।

                                             __তাহাবিব রহমান

1 Comments

ধন্যবাদ

Previous Post Next Post