কবিতাঃ চিতাগ্নি


                        চিতাগ্নি
            _দ্বারক ঘোষ
google keyword

আলো-আঁধারিতে বেলা গড়িয়েছে অনেক
কুয়াশার আঁধার জড়িয়ে দিশাহীন দিবালোক
আঁধার সরাতে মুষ্ঠিবদ্ধ আর একটা আঁধার
বদল চেয়ে উদ্গীরণ অন্ধ ক্ষোভ ! 

ক্ষোভ-ক্ষ্যাপানলে শাসকের দরবার বদলেছে
বিগত বহুযুগ বিস্মৃত দেশ দুনিয়া তামাম
পুতুল নাচের সুতোগুলো রাষ্ট্রের কলে বাঁধা
পালার পুতুল আমরা নেচে যাই অবিরাম
শোষণের রং নীল,আমাদের চোখ গোলক ধাঁধা! 

এসো বিবেকের বৃত্তে দাখিল করি নয়া দরবার
সুচেতন সান্নিধ্যে বদল হোক অন্ধকতা
ধূর্ত শাসকের সাংবিধানিক বদল নয়
নয় পুতুল নাচের পুতুলের বাধ্যকতা। 

কাঙ্খিত হোক সমাজ বদল তমশাহীন
জেগে থাকুক নতুন স্বপ্নের চোখ
স্খলিত ক্ষোভ অঙ্গার হয়ে জ্বলে উঠুক
স্বাধীন দুয়ারে আদৃত হোক স্বপ্ন নতুন
আদৃত হোক নতুন স্বপ্নালোক। 

দৃষ্টিবলয় লক্ষ্যহীন স্রোতে দৃষ্টিহীন
গণচিতার দাবানলে আঁধার উঠেছে হেসে
চেতনার চোখ ছুঁয়ে যায় চিতাগ্নির ঋণ
শুদ্ধিকরণে হৃদয় বুঝি হৃদয়ের মাঝে মেশে !

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم