জাতীয় পতাকা শেষ পর্যন্ত লালকেল্লায় স্বমহিমায় অক্ষত ছিল সবার উপরেঃ গদি মিডিয়া জনগণকে বিভ্রান্ত করছে

    
     আজ লালকেল্লায় গিয়ে কৃষকরা জানিয়ে গেলেন তিন কালা কানুন সম্পুর্ন প্রত্যাহার না করলে কিভাবে প্রশাসনকে অচল করে সারা দেশ নিজেদের কব্জায় নিতে হয়। 
    
      তারা শান্তিপুর্ণভাবেই ২৬শে নভেম্বর থেকে দিল্লীর বিভিন্ন সীমান্তে হাড়কাপানো ঠান্ডায়  ধর্ণা দিয়ে পড়ে আছে। প্রায় দশবার সরকার কৃষক নেতার মধ্যে আলোচনা হয়েছে। কিন্তু কৃষকদের দাবি সরকার মানতে চায়নি। আন্দোলনের ধারাবাহিকতায় ২৬শে জানুয়ারী কৃষক মার্চ করে । কিছু অতি উৎসাহী কৃষক লাল্পকেল্লায়  ঝাণ্ডা তুলে দেওয়ায় যে সংবাদ চ্যানেল দুই মাসের কৃষক আন্দোলনের খবর দেয়নি তারা হুক্কাহুয়া শুরু করে । কিন্তু এই পোষ্টে ঐসব চ্যানেলের দেখানো হাত কাঁপা অবস্থায় তোলা ভিডিও ফুটেজেই দেখা যাচ্ছে মূল পতাকা যথাস্থানেই আছে। 

      সব থেকে ওপরে দেশের তিরঙ্গা আছে। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে গদি মিডিয়া দ্বিতীয় ডোমের ছবি ক্রপ ও জুম করে দেখানো হচ্ছে। মিথ্যা প্রচার করা হচ্ছে যে লালকেল্লায় জাতীয় পতাকার থেকে উঁচু করে কৃষক আন্দোলনের পতাকা টাঙানো হয়েছে।






 

1 تعليقات

ধন্যবাদ

أحدث أقدم