সূর্য স্নান
দ্বারক ঘোষ
জালালাবাদের পাহাড়টা দাম্ভিক
দম্ভ নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে
অনন্য সৃষ্টির ইতিহাস জালালাবাদ
হিমালয়ের শিখরকে গেছে ছাড়িয়ে ।
জালালাবাদের পাহাড়টা দাম্ভিক
গায়ে গায়ে তার অন্য অহঙ্কার
জালালাবাদের পাহাড়ের মাথায় আজও 'সূর্য' জ্বলে
অম্লান সূর্যসেনাদের লড়াই মৃত্যুপণ----
স্বাধীনতার লড়াই আমরণ ;
তাইতো তার দাম্ভিকতা
তাইতো তার এমন অহঙ্কার।
তারুণ্যের তরুলতায় একগুচ্ছ হাসনুহানার কুঁড়ি
আলোঝলমল সূর্যের দ্যুতিতে হীরকোজ্জ্বল
চোদ্দর চৌকাঠে সুবোধ, গণেশ ত্রিপুরা
হরিগোপাল পুলিন প্রভাস লোকনাথ বল।
হাতের মুঠোয় লুঠেরাদের অস্ত্রাগার
শাসকের প্রথম পরাজয়ের ঠিকানা লেখে চট্টগ্রাম
মুক্তমাটিতে ওড়ে স্বদেশের পতাকা
প্রীতিলতা নির্মলা কল্পনার কাব্যগাথা
সংগ্রামী চেতনার আর এক নাম ।
মুক্তির মাটি রচনায় অবিচল---- অদম্য সেনাপতি
রক্তের ছোপে ছোপে জালালাবাদ লেখে ইতিহাস
শত সূর্যের সমন্বয়ে এক সূর্যের উদ্ভাস
পাহাড়ের পাঁজরে পাঁজরে প্রতিধ্বনিত হয়
মাষ্টারদার আহ্বান----
সূর্যঝরা আলোয় আলোয় পরাধীন মাটির সূর্যস্নান ।
সূর্যটা আজও বর্ণময়
আলো দেয় আকাশসূর্যের চেয়ে বেশী
সেদিন যারা ঢাকতে চেয়েছিল সূর্যটাকে
কালো মেঘ দিয়ে
আজও তারা কালো মেঘ জড়ো করে মাথার ওপরে
ওরা আজ আর সাদা নয়----
আজ ওরা কালো দেশী---- ছদ্মবেশী ।
সূর্যের স্বপ্ন পূরণে সূর্য স্মরণে
এস দাঁড়ায় সূর্যপরশ মেখে
এস দু'হাত দিয়ে কালো মেঘ সরায়----
মুক্তিসূর্যটাকে মুক্ত করি সূর্যের অন্তর রেখে।
সূর্য স্মরণে তোমার আমার মস্তক শ্রদ্ধায় যাক নুয়ে
এস দাঁড়ায় পথের ঠিকানায়----
যে পথে সূর্যের স্বপ্ন যাবে ছুঁয়ে
যে পথের ঠিকানা গড়ে দিবে নতুন সূর্যসোপান
যে পথের ঠিকানায় জাগবে নতুন শপথ
জাগবে নতুন প্রাণ
নতুন করে মুক্তি শপথে এস আজ করি সূর্যস্নান ।
إرسال تعليق
ধন্যবাদ