কবিতাঃ জীবন ও আমরা

  জীবন ও আমরা □

                                   দ্বারক ঘোষ 


তখন রাতগুলো সাজতো তারাদের আলোয়।

তখন আঁধার আকাশ থেকে জ্যোৎস্না পড়তো ঝোরে।

রাতগুলো কবে কবে যেন ভুলে গেছে

ওরা আসতো সূর্য ডোবার দোরে ।



সূর্যটা আজ ঢেকেছে গভীর আঁধারে

দিনগুলো সব যেন  দুঃস্বপ্নের রাত্রি----

হায়না আর হাঙরদের বিচরণভূমি !

ছিন্নভিন্ন ফুল---- ছিন্নভিন্ন কুঁড়ি ,

চারাদের গায়ে রক্তের ছোপ----

লাঞ্ছিতা জন্মদাত্রী ।


দ্বিখণ্ডিত মনোভূমি----

একদল ওরা, আঁধার সরায় দু’হাত দিয়ে----

সবুজের গায়ে আলোর পরশ ছুঁইয়ে দিতে  ;

ওরা পথ হারায় আপন পথের ঠিকানা পেতে----

ওরা পথ হাঁটে ' আবোল তাবোল '--এর পথে 

অসম্ভবের ছন্দে মেতে ।

  

একদল আমরা----

কপট চোখের চাউনি নিয়ে বাঁচি রোজ ।

পথের পাড়ে প্রতিবাদের প্রদীপটা 

                              টিম টিম করে জ্বলে----

বাহানার বাহাদুরিতে এড়িয়ে যায় পথটা ;

আমরা বাঁচি আপনার সাথে আপন ছলে ।


আমরা পাশ ফিরে শুয়ে থাকি নিশ্চিন্তে----

ঘুমের ঘোরে স্বার্থপরতার সার্থক নামতা পড়ি----

যখন, আকাশ-বাতাস জল-জঙ্গল পাহাড়-পর্বত ধর্ষিতা----

ধর্ষিতা ধরণী---- ধর্ষিতা জীবনপুরী !



উন্নাও কাঠুয়া কামদুনি হাথরাস ... 

আছড়িয়ে পড়ে যন্ত্রণার ঢেউরাশি ,

বুকটাকে পাষাণ করেছি কবে কবে----

আমরা একান্তে একা বাঁচবার অভিলাষী !


আমরা জীবনটাকে  খুঁজি ঐ গন্ডির মাঝে ।

অবিচারের কান্নাগুলো অন্য কথা বলে---- 

বাতাসে বাতাসে তারা বলে যায় কানে কানে----

ঐ যে ওরা দাঁড়িয়ে প্রতিবাদের প্রদীপ জ্বেলে !

ওখানেই আছে জীবনের খোঁজ----

ওখানেই আঁকা আছে জীবনের মানে।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post