কবিতা: জিজ্ঞাসা

 জিজ্ঞাসা

                -------দ্বারক ঘোষ


উদ্বেল হৃদয়ের কান পাতা----

ফিটন গাড়ির ঘোড়াদের খুরের শব্দ  শোনার অস্থির অপেক্ষা !

মজফফরপুরের মাটিতে আগ্নেয়গিরি তখন উন্মুখ, লাভা উদ্গীরণে ।

নির্নিমেষ চাহনি,লক্ষ্য স্থির, মাহেন্দ্রক্ষণ !

বিদ্যুতের গতিকে হার মানিয়ে 

সিদ্ধান্তের অটল বিনিময়ে দুটি মন ।

আগ্নেয়গিরির উৎসারিত মুখ----

নির্ভুল লক্ষ্যে লাভাস্রোত আছড়িয়ে পড়ে সশব্দে---- মজফফরপুরের মাটিতে ।

শব্দতরঙ্গ ভেসে যায় সাত-সাগরের তরঙ্গে তরঙ্গে----

আছড়িয়ে পড়ে শোষকদের উপকূলে----

     সাম্রাজ্যবাদের ঘাঁটিতে ;

ব্রিটিশ ঔদ্ধত্যের দেওয়ালে স্পষ্ট হয় মৃত্যুফাটল ।

স্বদেশের মাটি উর্বর হয়ে ওঠে 

                                শব্দ বর্ষণে ।

স্বভূমে আত্ম বলিদানের বীজ বপন----

প্রাণের ফলায় স্বদেশ-ভূমি কর্ষণে ।

হৃদয়ের জানালার ঠুনকো কাচের বর্ম ভেঙে পড়ে ঝনঝন শব্দে ।

মৃত্যু-দুয়ার সেজে ওঠে আত্মাহূতির আলোকমাল্যে।

"আমরা মরবো,দেশ জাগবে "-----

আত্মাহূতির চুম্বন এঁকে দেওয়া মাটিতে হতাশার দোল খায় আস্ফালনের ফাঁসির রজ্জু !

মৃত্যুঞ্জয়ীর মন্ত্র-পথে প্রাণের শপথ----

'শহীদের রক্ত হবে নাকো ব্যর্থ ' ।

প্রাণোৎসর্গের প্রতিযোগিতার সাগর-পাড়ে,

উত্তাল তারুণ্যের বহমান স্রোত ।

আগুনে স্রোতে ভাসে

             ব্রিটিশের ভাঙা তরী...

স্বাধীনতার দ্বার-পাড়ে

             আমরা---- উত্তরসূরি ?


স্বাধীনতা! 

দীর্ঘ পথ পেরিয়ে স্বাধীনতা-সরণী----

অবিচারের খানাখন্দে পূর্ণ, 

মানবতা মলিন বেশে শোষকের কারাগারে ।

হার্মাদদের হাতুড়ির ঘায়ে 

স্বপ্নের স্বাধীনতা চূর্ণবিচূর্ণ ।

শহীদের রক্ত ধোয়া মাটিতে

পাহাড়ের উচ্চতা নিয়ে দাঁড়িয়ে

অগ্নিশিশুর আগুন ঝরা দৃষ্টিতে জিজ্ঞাসা----

তোর পায়ে আজও বেড়ি !

স্বপ্ন তোর ধূলায় লুটায়, 

ওরা অধিকার কাড়ে সব----

লক্ষ প্রাণের বিছানো পথে 

        স্বাধীনতা করে ফেরি ।

মরণের সারি সাজিয়েছিস তোরা বারবার,

সেই তোরা জীবন্ত মমি !

তিল  তিল মৃত্যু দেখবি

           জীবনের প্রতিদিন ?

মরণের ঝোলায় ভিক্ষার  দান দিতে 

তোরা রহিস নি তো কখনো দীন ?

তবে কেন মরিস রে বারবার !

মরণ রে আজ হোক না বরণ----

সত্যের দুয়ারে সত্যিই একবার ।

তোরাই তো মুক্তির কুশীলব,

একবার ঘুম  ভেঙে চেয়ে দেখ্----

তোর পথে পড়ে আছে দুটি পথ----

দাসত্ব ,আর একটা বিপ্লব ।


(১১-ই আগষ্ট স্বাধীনতার প্রথম শহীদ ক্ষুদিরামের ১১৩-তম আত্মোৎসর্গ দিবস স্মরণে ।)

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم