কবিতাঃ পরোয়ানা

পরোয়ানা

               ------ দ্বারক ঘোষ 



'আর্তনাদ'----সৃষ্টিশব্দটা শুধু ওদেরই জন্য !
স্নায়ুতন্ত্রে কিলবিল করে খিদের পোকারা।
খিদের পোকাদের কামড় টের পেয়েছো কখনো ?
----পেয়েছে ঘাম ঝরানো বোকারা ।
তুমি স্বাধীনতা পেয়েছো----
আদালতের আবডালে রাখা দরিদ্র দলনের দলিলে !
তোমার পরনে মহান প্রতীক----সেবাধর্ম !
ঔদ্ধত্যের সুচে সেলাই করা খাকি উর্দির বর্ম ।

রাষ্ট্রের কোলে খেলা কর্ ওরে মূর্খের দল----
থাক স্বীকৃত পীড়নের ফরমান----
রাষ্ট্রের লেখা দলিলে, 
জানিস তোদের পালক পিতার বিছানা পাতা আছে জনরোষের অশ্রুসলিলে ।
ভাটার টান----তাই ভাবিস বুঝি জলহীন মহা সমুদ্র !
শুধুই শুখা ধূ ধূ বালুকা বেলা ?
জোয়ার জাগছে ঐ----
একটু একটু করে ডুবছে 
বিশ্বকর্মার বিশ্বাসঘাতকতার বাসর-ভেলা।

ওদেরই জন্য সৃষ্টিশব্দটা----'আর্তনাদ' !
পাথরের বুকে নরম হৃদয় গড়ে ওরা----
ওরাই মিটায় রাক্ষুসে রাষ্ট্রের সাধ! 
তবুও মাটির কান্নাতে বুঝি----
           ওরাই আর্তনাদি! 
যুগ যুগ ধরে ওরা হাতড়াই হাতিয়ার----
যে হাতিয়ারে লেখা আছে----
           তোদের বরবাদি ।
আজ হাতিয়ারের হাসি ইস্পাতের চাকচিক্যে ।
বাতাসের বেহালা সেধেছে সুরের সাধনা----
কোরাসে কোরাসে শিকল ভাঙ্গার গান, 
মিছিলে মিছিলে লক্ষ প্রাণের হানা ।
দেখ্ চৌকাঠে তোদের দাঁড়িয়ে আছে----
তোদের পালিত পিতার
             মৃত্যুর পরোয়ানা ।

2 Comments

ধন্যবাদ

Previous Post Next Post