মানচিত্র পুড়ছে



               --------দ্বারক ঘোষ 

বন্ধু,
তোমায় বলছি----
তোমার বুকের বাম দিকটায় ব্যথা ,
সেদিন বলছিলে । তাই না  ?
মাথায় যন্ত্রণাও না কি করে ।
নিশ্চিন্ত জীবন----
মানে থাকা-খাওয়া-পরাটাও
যখন নিশ্চিন্ত, তখনও তোমাদের মাথায় কত বোঝা !
ব্যাঙ্ক ব্যালেন্স, গ্র্যাচুইটি , প্রভিডেন্ট ফান্ড----
শেয়ার বাজারের ওঠানামা----
লাভের হিসাব কষতে কষতেই  না কি বুকের বাম দিকের ব্যথাটাও ভাবায় !
ছেলেটার ভালো পোস্টিং-এর জন্য ছোটাছুটি---- নেতাদের উপঢৌকন !
তা মাথার বোঝা তো বাড়বেই।
না বন্ধু,  তুমি ঠিকই বলেছ ।

বন্ধু, তোমার কথা শেষে আমার একটিই কথা----
পৃথিবীর মানচিত্রটা দেখেছ ?
ভালো করে চোখের পরশ বুলাও ।
দেখো মানচিত্রটা পুড়ছে----
শিশুর হাসি পুড়ছে,মায়ের কান্না পুড়ছে, বেকারীর যন্ত্রণা পুড়ছে, ধর্ষিতার বিচার পুড়ছে, শ্রমিকের সৃষ্টি পুড়ছে, অনাহারীর খিদে পুড়ছে ...
তোমার নির্নিমেষ দৃষ্টি দাও----
দেখো,একদল হায়নার লোলুপ রসনায় লালা ঝরছে----পোড়া মাংসের লোভে ।

বন্ধু, আমাদের বুকের বাঁ দিকের খাঁচায় বন্দি---- হার্ট, 
আমাদের একান্ত হৃদয় !----
হৃদয় সে পোড়া মানচিত্রের উত্তাপ পায় না ?
দু কদম আগে বাড়ো----
দাউ দাউ করে জ্বলতে থাকা
ঐ আগুনের আঁচে সেঁকে নাও তোমার হৃদয়খানি ;
দেখো মাথার মিথ্যা বোঝাটা পুড়ে রূপান্তরিত মনুষ্যত্বে ;
বন্ধু, দেখো বাম দিকের বুকের ব্যথাটা হারিয়ে জেগেছে এক বিস্তীর্ণ হৃদয়ের মাঠ----
মাঠে দোল খাচ্ছে সবুজের দল  !

Post a Comment

ধন্যবাদ

أحدث أقدم