Blogging

Breaking News
Loading...

বাঘ থেকে বিড়াল

বাঘ থেকে বিড়াল

-----------------দ্বারক ঘোষছাপান্নটা চুপসে গেল ----
এক হুমকির কাছে,
বাঘের দেখি বিড়াল হওয়া ----
খায় গিলে খায় পাছে !

বন্ধু না কি গলায় গলায় ----
বন্ধু না কি দারুণ !
'হুমকি কেন ! প্রয়োজনে
থাপ্পড়টা মারুন '----

এই হলো ভাই তার নীতিটা----
এই সত্যই গাথা ,
গাধার চাঁটে জ্ঞানটি ফিরে ----
উচ্চে (!) উঠে 'মাথা' !

'হাইড্রোক্সিক্লোরোকুইন '
করতে বলেন ফেরি ----
ভাগ্নে দিতে উত্তরটি
একটু করেন দেরী ।

বিশ্ব ---- মামার পদানত
সয় কি দেরী আর !
বন্ধুত্বের মুখোশ খুলে ----
মূর্তিটা সংহার !

ডোনাল মামার ভোট-প্রচারে
ভাগ্নে ----'আপকিবার '
বুক ফুলিয়ে বলেছিলেন ----
'ট্রাম্প কি সরকার' !

বংশদণ্ড বের করলেন
মামা অবশেষে ,
ফেরিওয়ালা ভাগ্নে 'মুদি'
ঝাড়েন এবার কেশে ।

ট্রাম্পমামা তার হুমকি দিয়ে
হাসিল করেন কাজ,
নীতির বালাই মেরে দিলেন
ভাগ্নে মহারাজ !

বিশ্ব যখন সংকটেতে ----
মানুষ দিশাহারা ,
বিশ্বমানব বলবে না কেউ
দিও না ভাই সাড়া ।

ওষুধ কেন , খাদ্যখাবার
সারা বিশ্বময় ----
দেশটি আমার পৌঁছে দেবে
সাধ্য যদি রয় ।

এই নিয়ে ভাই মিথ্যা তর্কে
নাইকো অবকাশ ,
তাই বলে কি হুমকি দেবে ----
আমরা কারও দাস ?

যদি কেহ ভয় দেখিয়ে
বাধ্য তোমায় করে ,
অন্যায় কি মেনে নেবে ----
হাত দুটি জোড় ক'রে ?

আবেদন আর হুমকি-মাঝে
নাই কি তফাৎ কিছু ?
মানবতার ভান দেখিয়ে
ছুটছো পিছু পিছু !

মর্যাদাটা দেশের জানি ----
ব্যক্তি কারও নয় ,
আমরা সকল ভারতবাসী
দেবোনা প্রশ্রয় ।

বিশ্বজোড়া আগ্রাসনে
আমেরিকার চিত্র ----
বিশ্বমানব ঘৃণায় দেখে ----
অন্ধ মোদি মিঁত্র !

Post a comment

0 Comments