অসৎ অভিপ্রেত

অসৎ অভিপ্রেত
 দ্বারক ঘোষ 
প্রতীকী 


লড়াই থামেনি--- মানুষ দমেনি---
কাঁধে কাঁধ দিয়ে লড়ছে,
ডাক্তার-সাথি সকল যোদ্ধারে
শ্রদ্ধার সাথে বরছে ।

টুকরো করেছে আমার ভারত---
লোভী হায়নার দল ,
ঐক্যের বাণী ফেরি করা আজ
ভন্ড সাধুর ছল !

একতা-ঐক্য ভাঙতে চেয়েছে
সেই কবে হতে ওরা---
মিলনের হাতে ধরাতে চেয়েছে
বিষমাখা ভেদ-ছোরা ।

পারেনি ভাঙতে অটুট মনন---
লড়াই থেকেছে জারি ,
মেহনতী মানুষ প্রতি পদে পদে
দিয়েছে জবাব তারি ।

চাষির লড়াই , শ্রমিকের লড়াই
লড়াই দেখেছে দেশ ---
ছাত্রের লড়াই ,যুবকের লড়াই
মিলেমিশে একশেষ।

অবগুন্ঠন উড়েছে বাতাসে
আগুন ঝরেছে চোখে ---
নারীর অশ্রু মিলেছে লড়াইয়ে
গড়েনি নিছক শোকে ।

আজকের লড়াই সেই জারি আজ---
ঐক্যের মোহনায়  ,
মানবতাপ্রেমী সকল মানুষ---
সুদৃঢ় প্রতিজ্ঞায় ।

মানব-ঐক্যে ভীত সদা ওরা
তাইতো আসরে ফের---
ভন্ড --- ভাষনে ভাঙতে আসিলো
বাগছালাবৃত শের  !

ঐক্য ভাঙার কারবারি তোরা---
 মুখে ঐক্যের ভক্ত !
ভাবিস কি রে মানুষ দেখেনি---
হাতে লেগে নররক্ত ?

আগামীর আকাশে সিঁদুরে মেঘ
বুঝি----এই আকাশ ভাঙে,
দেশের মানুষ অধিকার তার --
বাঁচাটুকু শুধু মাঙ্গে ।

অমার আঁধার বিমর্ষ দেশ---
শেয়ালেরা ওত পেতে ,
উঠলেন মাথা মন্ত্রী প্রধান---
নিরাশ-ভাষণে মেতে ।

দিশাহারা মানুষ ---সমাজ রোদনে ,
অশনির সংকেত, 
দিশা কেড়ে নিয়ে দৃষ্টি ঘোরাতে
অসৎ অভিপ্রেত ।

অসহায় মানুষ, হাহাকার ঘিরে---
অব্যক্ত বেদন--- বুকে ,
ব্যথা নিরাময়ে কথার খরচ
নেই মোদিজীর মুখে !

 হাতির মাথা কেটে জুড়ে দেন
যে বিজ্ঞান(!)স্মরে ---
অবিজ্ঞানের এমন চাষ-ই 
সারা দেশ যেন করে ।

ভাবনার মোড়ক ভালই তাহার
কেড়ে নিয়ে জ্ঞান-আলো---
মহান ঐক্যের(!)পথটি বাতলেন ---
জ্বালতে বলিয়া আলো ।

যে আলো ওরে জ্বেলেছে মানুষ 
মন হতে আর মনে---
শেখাবি তাদের ! জ্বালাবে আলো---
কখনরে  কোন ক্ষণে ?

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post