অপেক্ষা

অপেক্ষা
-------------দ্বারক ঘোষ 

করোনা ঐ এলো তেড়ে
শিশুরা আজ বাইনা ছেড়ে
          শান্ত! ----ঘরে বন্ধ!
খেলার মাঠ, ঘুরতে যাওয়া
মিড্ ডে মিলের খাওয়া-দাওয়া
         বন্ধ সবই অদ্য ।

বিদ্যালয়ের কপাট আঁটা
বন্ধ হ'লো পড়ার হাঁটা----
        মাষ্টারদের বকা ।
খেলার সাথি---- ছুটোছুটি
নাইকো কোনো হুটোপাটি----
        সবাই পলাতকা ।



বাড়িতে আজ লুকিয়ে ব'সে
এঁকে-জুঁকে অঙ্ক ক'ষে----
        সময় নাহি কাটে !
গানবাজনা মজার খেলা
ফুরায় কোথায় তবু বেলা !
 ------- কোথায় সময় হাঁটে ?

শিশুমনের চঞ্চলতা
বাইরে যাওয়া বাতুলতা
     ------- কিই বা তারা বুঝে  !
খোলা হাওয়া, সবুজ ঘাস
সবুজ মনের বুকভরা শ্বাস ----
         মনটি বেড়ায় খুঁজে ।

ওরে শিশু, শোনরে তোরা ----
তোদের যেন এ---- মহড়া
         ধৈর্যটাকে শেখা ;
নতুন পুবের নতুন ভোর
খুলবে ওরে খুশির দোর----
         তোদের ধৈর্যে লেখা ।

এই পৃথিবীর সুত তোরা
ভাঙা ভুবন দিবি জোড়া ----
        অপেক্ষাতে ধরা ;
সবুজমনা ছোট্ট সাথি
বিশ্ববাসীর সমব্যথী ----
        বাড়রে ওরে ত্বরা ।

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post