 |
বক্তব্য রাখছেন প্রভাত মন্ডল |
সারা দেশের সাথে নওদার মহিলারাও NRC , NPR, CAA বিরুদ্ধে স্থায়ী প্রতিরোধ গড়ে তুলতে নওদার ত্রিমোহিনীতে গ্রামীণ মহিলাদের সচেতনতা বৃদ্ধির জন্য সভা করল । গ্রামের মহিলারা সাগ্রহে এই সভায় উপস্থিত হয়ে রাষ্ট্রের এই আক্রমণ কিভাবে প্রতিরোধ করতে হবে তা শুনলেন মনযোগ সহকারে।
এই সভায় প্রধান আলোচক ছিলেন সারা বাংলা এন আর সি বিরোধী নাগরিক কমিটির নওদা শাখার যুগ্মসম্পাদক প্রভাত মন্ডল।

তিনি বলেন সারা নওদায় এন আর সি বিরোধী আন্দোলনকে স্থায়ী রুপ দিতে হবে। বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আন্দোলন জয়লাভ করতে পারে না । তাই আমরা সারা দেশের সাথে নওদা ব্লকের প্রতি গ্রামে এই ধরনের গ্রাম সভা করে জাতি ধর্ম নির্বিশেষে আন্দোলনের বার্তা দিচ্ছি ।
উল্লেখ্য, এই সভার উদ্যোগ নিয়েছিলেন গ্রামেরই মহিলারা।
1 comment
NRC, CAA, NPR প্রতিরোধ করতে ত্রিমোহিনীতে মহিলাদের সভা
Post a comment