বিদ্যাসাগরের দ্বি-শতবার্ষিক জন্ম জয়ন্তীতে এ আই ডি এস ও'র সপ্তাহব্যাপী অঙ্গিকার যাত্রার শেষ হল

   বিদ্যাসাগরের জন্মস্থান থেকে কলকাতা, শিলিগুড়ি থেকে কলকাতা  AIDSO উদ্যোগে বিদ্যাসগরের দ্বিশত বার্ষিক জন্ম দিবস পুর্তি উপলক্ষে আঙ্গিকার যাত্রা শ্রুরু করেছিল ১লা ফেব্রুয়ারী। আজ ৭ই ফেব্রুয়ারী কলকাতার কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মুর্তির পাদদেশে সাতদিন ব্যাপী দীর্ঘ পথ পায়ে হেঁটে এসে জমায়েত করে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হল।
      AIDSO কর্মীরা NRC, NPR, CAA বিরুদ্ধে দাবী সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিজেপির সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির বিরুদ্ধে শ্লোগান মুখরিত পদযাত্রা সাধারণ মানুষের সমর্থন পেয়েছে বলে AIDSO এক কর্মী জানান। সমাপনী অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন SUCI(C) সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ । প্রভাস ঘোষ ঈস্বর চন্দ্র বিদ্যাসাগরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন বিদ্যাসাগরের জীবনকে আড়ালে রাখার সর্বদা চেষ্টা চলে আসছে। তিনি বলেন বিদ্যাসাগরের  চিন্তার ছাপ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যে দেখা যায় । 

Post a Comment

ধন্যবাদ

Previous Post Next Post